বিশেষ প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ফেনীতে এস এস সি ও দাখিল পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার(২১ এপ্রিল) দুপুরে শহরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রের সামনে ফেনী জেলা ছাত্রদলের সদস্য ও কাজিরবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ফেনী সদর উপজেলা ছাত্রদল নেতা আল আমিনুর রহমান তারেক এর নেতৃত্বে, এই নেতাকর্মীরা কয়েক শতাধিক পরিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানির বোতল বিতরণ করে।
এতে উপস্থিত ছিলেন ধলীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, ফেনী ইউনিভার্সিটি ছাত্রদল নেতা অকিব মজুমদার, সাজিদ উল হক ভূঁইয়া, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি ফারহান উদ্দিন খান প্রীতম, ছাত্রদল নেতা ফাহাদ, সানজু,নোমান , নাদিম প্রমুখ।