শহর প্রতিনিধি
গত ২৮ জানুয়ারি মহিপাল হাইওয়ে থানায় পুলিশিং কমিটির আয়োজনে মালিক-শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খানকে ফেনী জেলার রেজিস্টার্ড অব ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দরা ফুল দিতে গেলে দুর্বৃত্তরা বাঁধা প্রদান করায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের লালপোলে অবস্থিত বাংলাদেশ শ্রমিক ফেডারেশন-চট্টগ্রাম বিভাগীয় উওর পশ্চিম আঞ্চলিক কমিটির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন ফেনী জেলা ট্রাক-মিনিট্রাক, কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন মহিপাল শাখার সভাপতি নুরুল ইসলাম। ফেনী জেলা ট্রাক-মিনিট্রাক, কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন ৪৩৫ এর সদস্য সোহরাব ভূঁইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী জেলা ট্রাক-মিনিট্রাক, কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের ৪৩৫ এর প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম, ফেনী জেলা ট্রাক-মিনিট্রাক, কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন
মহিপাল শাখার সেক্রেটারী আজগর আলী, ফেনী জেলা বাস-মিনিবাস ২১৮৫ এর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী জয়নাল আবেদীন মিয়া ও লাইন সেক্রেটারী মো. জামাল উদ্দিন। এসময় বক্তারা বলেন, আমরা সরকার নিবন্ধিত ট্রেড ইউনিয়ন হওয়া সত্বেও গত ২৮ জানুয়ারি মহিপাল হাইওয়ে থানায় পুলিশিং কমিটির আয়োজনে মালিক-শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খানকে ফুল দিতে গেলে দুর্বৃত্তরা বাঁধা প্রদান করে যা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বহিরাগত দিয়ে শ্রমিক ইউনিয়নের আর কোন কার্যক্রম ফেনীতে অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী দেন বক্তারা।আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
উক্ত প্রতিবাদ সমাবেশে ফেনী জেলার রেজিস্টার্ড অব ট্রেড ইউনিয়ন ৪৩৫, ১০৮৭ ও ২১৮৫ এর অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।