ফেনী পৌর শ্রমিক লীগ নেতা করিম উল্যাহর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। ফেনী থেকে প্রকাশিত একটি পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁড়িপুরে জমি সংক্রান্ত দু’পরিবারের বিরোধের একটি ঘটনায় সংবাদের একাংশে করিম উল্যাহকে ব্যক্তিগত চরিত্র হনন করে সংবাদ প্রকাশ করা হয়েছে। ফেনী পৌর সভার ১২নং ওয়ার্ডের আলিম উদ্দিন বাড়ির মুন্সি মিয়ার ছেলে ও পৌর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করিম উল্যাহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি রাজনীতির পাশাপাশি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ সেবা করে যাচ্ছেন। একটি কুচক্রি মহলের ইন্ধনে প্রকাশিত সংবাদে তার কোন প্রকার বক্তব্য না নিয়ে চরিত্র হনন করে এক পেশে সংবাদ প্রকাশ করা হয়েছে। তার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীক সুনাম নষ্টের হীন উদ্দেশ্যে প্রকাশিত সংবাদে তাকে জড়ানো হয়েছে। এতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট গণমাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়েছেন। তাই তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। দু’পরিবারের জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় কোন পক্ষের সঙ্গে তার কোন সম্পর্ক নাই। তাই মদদ দেওয়ার ঘটনাটিও সত্য নয় বলে তিনি জানান।