ফেনী প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ফেনীতে এস এস সি,দাখিল ও সমমনা পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার(১৭ এপ্রিল) দুপুরে শহরের গিরিশ অক্ষয় একাডেমি কেন্দ্রের সামনে ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী আসিফ এর নেতৃত্বে এই নেতাকর্মীরা শতাধিক পরিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানির বোতল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক নুর মোহাম্মদ, ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হানাফি, মোহাম্মদ রিফাত,ফেনী ইউনিভার্সিটির ছাত্রদল নেতা অকিব মজুমদার, ফেনী পৌর ছাত্রদল নেতা তাওহীদ,জিসান প্রমুখ।