বিশেষ প্রতিনিধি,
মিরসরাইয়ের ১ নং করেরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর পশ্চিম জোয়ার গ্রামে কিছু ভুমি দস্যু জোরজবরদস্তি করে সাধারণ মানুষের ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছে,
ভুমি দস্যুদের এসব কাজের প্রতিবাদ করায় আজকে ১১-০৪-২০২৫ ইং দুপুর ৩ ঘটিকার সময় নাজিম ভূঁইয়া নামে এক ভুক্তভোগীর নতুন বাইক পুড়িয়ে দিয়েছে, এবং প্রাননা’শের হু’মকি দেয়।
ভুক্তভোগী নাজিম জানান এই ভূমি দস্যুদের মধ্যে ছিলো উক্ত ইউনিয়নের বিএনপি নেতা মুরাদ, শামিম, রাসেল, ও সাইফুল সহ আরো শতাধিক তাদের পোষা বাহিনী,
যারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে তটস্থ করে রাখে সাধারণ মানুষের জনজীবনকে।
দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী সহ ভুক্তভোগী নাজিম ভূইয়া।