ফেনী প্রতিনিধি
ফেনীতে মিজান রোড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ও ট্রফি উন্মোচন সম্পন্ন হয়েছে।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক নাসির উদ্দিন খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির বিপ্লবী সদস্য কফিল উদ্দিন মামুন, ফেনী জেলা যুবদল এর সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসাইন এবং ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল।
ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ফেনী জেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য মাজহারুল ইসলাম ফাহিম ও সাইফ সুলতানুর রহমান।
টুর্নামেন্টের আয়োজকদের মধ্যে ছিলেন – ইরাম, শুভ্র, দিনার, ইঊশা, তাহমিদ, ফরহাদ, নিরব, অনিক ও রূপক। এই আয়োজন এলাকার যুব সমাজের মধ্যে ক্রিড়া চেতনা বৃদ্ধির পাশাপাশি সঙ্গীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।
এমন উৎসবমুখর অনুষ্ঠান স্থানীয় খেলাধুলার উন্নয়ন এবং যুবসমাজের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।