ফেনী প্রতিনিধি,
২০০৬ সাল হতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত হয় সাইফুল ইসলাম জিকু।বিভিন্ন ইউনিট ছাত্রদলের দায়িত্ব শেষে বর্তমানে তিনি ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। ২০১৬ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ঘোষিত হরতালে ভাঙচুর- বিস্ফোরক, নাশকতা সহ প্রায় এক ডজন মামলার আসামি জিকু। যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের পর ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।
সামনে নতুন কমিটি কেন্দ্র করে পদ প্রত্যাশীদের নিয়ে চলছে আলোচনা, জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ দুই পদের জন্য আলোচনায় আছে অনেকেই কিন্তু তৃণমূলে কর্মীদের আলোচনায় আগামীর সাধারণ সম্পাদক পদে জিকুই আলোচনার শিষ্যে।এ বিষয়ে জেলা ছাত্রদলের সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক সাফায়েত হোসেন নাদিম বলেন, জিকু দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। মামলা হামলায় জর্জরিত। তিনি গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত মেনে দেশ ও দলের জন্য কাজ করে আসছেন। আমরা সব সময় দেখেছি বিগত আওয়ামী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে জোরালোভাবে অবস্থান গ্রহণ করতে সর্বক্ষণিক মাঠে থেকে আন্দোলন সংগ্রাম সবার আগে এগিয়ে যেতে তাই আমরা চাই জিকুকে এবার মূল্যায়ন করা হোক। জেলা ছাত্রদল কমিটির আরেক সদস্য
আল মোমিনুর রহমান তারেক জানান, জিকু ভাই দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সবসময় যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দিয়ে গিয়েছেন আমরা তাকে এবার ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই। পৌর ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মাসুদ নিবির বলেন, তৃণমূলে কর্মী গড়ার কারিগর সাইফুল ইসলাম জিকু। তার নেতৃত্বের দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে আসছি অবশ্য আমরা তাকে জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই।
ফুলগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী আব্দুল আলিম বাবু বলেন জিকু ভাই বর্তমান জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক কেন্দ্র ঘোষিত ও জেলা ঘোষিত সকল প্রোগ্রামে নেতাকর্মী নিয়ে কাজ করে আসছেন তার মত যোগ্য ব্যক্তি জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে আসুক তা আমরা চাই।
সোনাগাজী উপজেলা সদস্য সচিব সোহাগ নূর বলেন একজন ব্যক্তি রাজনৈতিক দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত ও চারিত্রক বিষয়টা বিবেচনা করা উচিত সেই ক্ষেত্রে জিকু ভাইকে আমরা সবদিক দিয়ে যোগ্য মনে করি। দল যাকে ভালো মনে করে তাকে দিবে তবে আমাদের দাবি সাইফুল ইসলাম জিকুকে সাধারণ সম্পাদক করা হোক।দুর্দিনে কারা কাজ করে এসেছে যাদেরকে সবসময় প্রোগ্রামে পাওয়া গিয়েছে সবকিছু বিবেচনা করে একজন যোগ্য ব্যক্তি জেলা ছাত্রদলের হাল ধরুক সেই ক্ষেত্রে জিকু তৃণমূলে আমাদের কাছে অনেকটা প্রিয় ব্যক্তি।
সাইফুল ইসলাম জিকুর সাথে আলোচনা করলে তিনি বলেন, পদ পদবী সম্মান এটি আল্লাহর দান। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করে এসেছি কখনো পদ পদবী চিন্তা করিনি দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছি তার জন্য আমার উপর হাজারো নির্যাতন ও প্রায় এক ডজন মামলার আসামি হয়েছি, আমার উপর নেমে এসেছিল বর্বর নির্যাতন, ভালোভাবে ঘরে থাকতে পারিনি, বাহিরে বাহিরে ঘুরে দলীয় প্রোগ্রামে উপস্থিত হয়েছি, এখনো দলের সবকিছু মেনে কাজ করে যাচ্ছি আমার নেতা জনাব তারেক রহমান তিনি যা ভাল মনে করবেন যাকে ভালো মনে করবেন তাকে এই গুরুত্বপূর্ণ দুই পদে দায়িত্ব দিবেন।
আমি ছাড়াও ফেনী জেলার একাধিক প্রার্থী রয়েছে তারাও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তবে তৃণমূল থেকে যদি আমাকে চায় এবং কেন্দ্র যদি ভাল মনে করে তবে আমি জেলা ছাত্রদলের হাল ধরতে প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏