প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ৮:১৩ এ.এম
ফেনীতে পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে ইউএনডিপির সহায়তা কার্যক্রম
ফেনী প্রতিনিধি,
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)'র আয়োজনে গত ১২ ফেব্রুয়ারী ২০২৫ ইং (সোমবার) তারিখে ফেনী সদর উপজেলা পরিষদ হলরুমে "পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রন্থ নির্দিষ্ট সংখ্যক পরিবারের জন্য প্রতিটি পরিবারকে ননফুড আইটেম হিসাবে (কোদাল, বালতি, মগ, জগ, বদনা, কলসী, মশারী ও কম্বল সহ মোট ০৮ টি সামগ্রী) প্রদান কর্যক্রমের অংশ হিসাবে পাঁচগাছিয়া ও ফজিলপুর ০২ টি ইউনিয়নের মোট ১১১ জন উপকার ভোগীদের মাঝে উপরোক্ত সামগ্রী বিতরণ করা হয়।
এ ছারাও ইউএনডিপি প্রকল্পের মাধ্যমে ফেনী (ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম সহ) জেলার মোট ০৪ টি উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ০৫ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর-বাড়ি মেরামতের জন্য বিকাশের মাধ্যমে ৩০ হাজার করে টাকা প্রদান, প্রতিটি পরিবারকে উপরোক্ত ননফুড আইটেম (এনএফআই) প্রদান, নারী প্রধান প্রতিটি পরিবারকে তাদের আয় বর্ধনমূলক কাজ করার জন্য অতিারক্ত ১২ হাজার টাকা প্রদান কার্যক্রম প্রায় সমাপ্তির পথে, এই লক্ষে ১৩৫০ পরিবারকে দুর্যোগ সহনশীল টেকসই ও সাশ্রয়ী মূল্যে ঘর মেরামত প্রশিক্ষন এবং ৮১০ পরিবারকে "জরুরী দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জেন্ডার সমতা ও জীবিকা বিষয়ক প্রশিক্ষণ" প্রদান করা হচ্ছে।
এস কে মোঃ হেলাল উদ্দিন, উপজেলা জুব উন্নয়ন কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন প্রকল্পের কমিউনিটি মবিলাইজেশন এসোসিয়েট প্রকৌশলী জনাব মোঃ রুহুল আমিন এবং উপজেলা শেল্টার ফ্যাসিলিটেটর মোঃ মুকুল কান্তি সাহা, ও মোঃ মোস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত