ফেনী প্রতিনিধি,
৫ জানুয়ারী রবিবার সকাল ৯:৩০টায় ফেনী সদর, ধলিয়া বাজার সাইক্লোন সেন্টারে "মুসলিম ইয়ুথ মিশন (মিম)" নামে একটি সংস্থা ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। উক্ত বিতরণে উপস্থিত ছিলেন "মিম" এর নির্বাহী পরিচালক, ফয়জুল্লাহ নোমানী, ধলিয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হাসনা আক্তার ভানু, দৌলতপুর আল হুমায়রা বালিকা দাখিল মাদ্রাসার সহ-সুপার, মাওলানা নুরুল করিম, বিশিষ্ট সমাজ সেবক প্রবীণ রাজনীতিবিদ আবদুল মতিন ও নুর নবী সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।
ধলিয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হাসনা আক্তার ভানু বলেন , এই উদ্যোগটি একটি মহৎ উদ্যোগ, শীতের তীব্রতা যেভাবে বেড়েছে এই অবস্থাতে এটি একটি সময়োপযোগী উদ্যোগ। সাধারণ মানুষ এই অনুদানের কারনে অনেক বেশী উপকৃত হবে। এছাড়াও জানা যায়, মুসলিম ইয়ুথ মিশন ফেনীর বিভিন্ন অঞ্চলে এ বছরের শুরুতেই ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে, ২টি ছাগল জবাই করে ১২ জন ইয়াতিম এর মাঝে গোস্ত বিলি করা হয়। ২০২৪ সালের ফেনীর ভয়াবহ বন্যা পরবর্তীতে বিদেশী সংস্থার সহযোগিতায় ৮৫০০+পরিবারের মাঝে শুকনো চাল, ডাল ও তেলের প্যাকেজ বিতরন করে। রান্না করা খাবার বিতরন করে প্রায় ২৫০০ (আড়াই হাজার) মানুষের মাঝে। ১৫ জন লোকের ঘর নির্মাণসহ উক্ত সংস্থাটি মাদক নির্মূল, যুব সমাজের উন্নতি, সমাজের অবক্ষয় রোধে অনেকগুলো উন্নয়নমূলক কাজের ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে সংস্থাটির নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ নোমানী ফেনী জেলার এনজিও সমন্বয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে ফেনী জেলায় সুনামের সাথে কার্য পরিচালনা করছেন।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏