বিশেষ প্রতিনিধি: ফেনী জেলা ছাত্রদলের বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ায় নিজদলীয় নেতাদের টার্গেটে পড়ে ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হচ্ছেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ প্রকাশ রিয়াদ পাটোয়ারী।ত্যাগী, নির্যাতিত ও জনপ্রিয় ছাত্রনেতা রিয়াদ পাটোয়ারী ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় তার বিরুদ্ধে নিজদলীয় একটি চক্র নানা ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ির খোরশেদ আলম ছুট্টুর ছেলে জাকের হোসেন রিয়াদ প্রকাশ রিয়াদ পাটোয়ারী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন।ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে নিজ দলীয় কর্মসূচি বাস্তবায়নে জীবনবাজি রেখে ভূমিকা রাখায় ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারী মামলা হামলার শিকার হন।আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের হামলা থেকে ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারীর বাসা-ভাড়ি ও পরিবারের সদস্যরাও রক্ষা পায়নি।আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেও বিএনপির ডাকা হরতাল অবরোধ, অসহযোগ আন্দোলনসহ দলীয় কর্মসূচি পালনে রাজপথে সাহসিকতার সহিত ভূমিকা রাখায় ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারীকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়েরকৃত নাশকতার প্রায় ৬০ টি মামলার আসামি হয়ে ঢাকা ও ফেনী কারাগারে একাধিকবার কারাভোগ করেন ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারী।
সংগঠনটির নেতাকর্মীরা জানান, বিগত দিনে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মী ও র্যাব-পুলিশ-বিজিবির বন্দুকের নলের সামনে রাজপথে দলীয় কর্মসূচি পালনে ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারী ছাড়া অন্যকোন নেতাকে তখন দেখা যায়নি।ফলে রাজনীতিতে জনপ্রিয় ছাত্র নেতা হিসেবে রিয়াদ পাটোয়ারী সুনাম-খ্যাতি অর্জন করেন।এতে করে জেলা ছাত্রদলের নতুন কমিটি দিতে গেলে সভাপতি পদে রিয়াদ পাটোয়ারীকে কেন্দ্রীয় সংগঠন নির্বাচিত করার সম্ভাবনা রয়েছে বিদায় তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে প্রতিপক্ষ একটি চক্র।তাই রিয়াদ পাটোয়ারীর সাংগঠনিক ইমেজ নস্ট ও তাকে বিতর্কিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালানো হচ্ছে।
পুলিশসহ বিভিন্ন সুত্র জানান, সম্প্রতি ফেনী শহরের দাউদপোলে ব্যাটারি চালিত অটোরিকশা চোরকে শনাক্ত করনে এগিয়ে আসে শহর যুবদলের সদস্য মোতাবেক পাটোয়ারী।বিষয়টি জানতে পেরে নিজদলীয় প্রতিপক্ষ একটি চক্র নানাভাবে চেষ্টা করে ওই চোর চক্রের সাথে মোতালেব পাটোয়ারীকেও জড়াতে পারেনি।পরে ওই ঘটনায় কথিত চাঁদাবাজির অভিযোগ সাজিয়ে মোতাবেক পাটোয়ারীকে গ্রেফতার করিয়ে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে মোতালেব পাটোয়ারীর গ্রেফতারের সংবাদের চেয়েও তাকে ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারীর ভাই পরিচয় দিয়ে ফালাওভাবে প্রচার করে পরিকল্পিতভাবে রিয়াদ পাটোয়ারীকে বিতর্কিত করার হীন চেষ্টা চালায়।
এ ব্যাপারে ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী জানান, রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকা স্বাভাবিক কিন্তু একে অপরকে ঘায়েল করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত ও অপপ্রচার চালানো ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু না।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏