ফেনী প্রতিনিধি:
ফেনী সদরের লেমুয়ার নেয়ামতপুরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মমতাজ মিয়ার বাজারস্থ মাঠে আলোচনা সভায় ওয়ার্ড জামায়াতের সভাপতি করিমুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াকুবের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম,সদর উপজেলা জামায়াতের আমীর নাদিরুজ্জামান,ইউনিয়ন জামায়াতের আমীর কামরুল ইসলাম, কৃষি গোল্ডের চেয়ারম্যান ও ব্যবসায়ী আবু ইউসুফ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হোসেন পলাশ,ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সাইফুর রহমান হাসান,ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি খায়রুদ্দিন শামীম সহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বক্তব্যে লিয়াকত আলী ভুঁইয়া বলেন’ আ’লীগ নিজের দলকেই চোরের দল স্বীকৃতি দিয়েছে।কারন শেখ মুজিব বলেচিলেন’সবাই পেল সোনার খনি আমরা পেলাম চোরের খনি।’ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন নি।তিনি ভারতে গিয়ে পালিয়েছেন।তার কারনে পাকিস্তান নেতাশূন্য দেশে গনহত্যা পরিচালনা করেচে।স্বাধীনতার ঘোষনা দিয়েছেন সিপাহি জিয়াউর রহমান। তার ঘোষনায় মানুষ স্বাধীনতার ডাক পেয়েছেন।আমরা আন্দোলন করেছি,তবে দেশ স্বাধীন করেছে ছাত্ররা।