সদর প্রতিনিধি:
মাদকমুক্ত জাহানপুর গঠনের লক্ষ্যে জাহানপুর ইয়াং স্টার ক্লাবের আয়োজনে জাহানপুর প্রিমিয়ার লীগ (JPL) এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন শর্শদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সওদাগর বিশেষ অতিথি জামাল উদ্দিন জিয়া, মোঃ মজনু, দাউদুল ইসলাম আকাশ, স্বপন, দিপু সাইফুল ইসলাম সহ প্রমুখ।
এসময় দেলোয়ার হোসেন হোসেন সওদাগর বলেন’ মাদকমুক্ত সমাজ গঠনে তরুনদের খেলাধুলা করতে হবে। বিগত ১৫ বছরে খেলাধুলার চাইতে রাজনীতিতে তরুন ও কিশোরদের অংশ গ্রহন করিয়ে ব্যস্ত রাখত রাজনীতিবিদরা।আমরা চাইব তরুনরা খেলায় মেতে উঠুক,তারা সবসময় খেলাধূলা শরিরচর্চার মাধ্যমে জীবন গড়ে তুলুক।’
খেলা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।