রতন সভাপতি-সাইফুল সহসভাপতি- টিটু সম্পাদক
কামরুল হাসান নিরব, ফেনী
দীর্ঘ ১৫ বছর পর সরাসরি প্রত্যক্ষ ভোটে ফেনীর মহিপালের মোবাইল শো রুম খ্যাত মহিপাল প্লাজা নির্বাচনে জিয়া উদ্দিন আহমেদ রতন সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন টিটু নির্বাচিত হয়। দীর্ঘদিন পর এ নির্বাচনে ভোটার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসবের জোয়ার এসেছে। দিনভর ভোট গ্রহন ও গননা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা হয়।এতে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় জিয়া উদ্দিন রতন ও হুমায়ুন কবির তারেক পূর্বেই নির্বাচিত হয়।কমিটির অন্যান্য বিজয়ী সদস্যরা হল:সাইফুল ইসলাম(সহসভাপতি),নাজিম উদ্দিন ভুঁইয়া (সহ-সাধারণ সম্পাদক),মোশাররফ হোসেন মিঠু(কোষাধ্যক্ষ),মোশাররফ হোসেন(দপ্তর সম্পাদক),শাহাদাত হোসেন(প্রচার সম্পাদক)।এছাড়াও সদস্য পদে ৩ জন সালাহ উদ্দিন ভুঁইয়া(মোটরসাইকেল),আবুল হাসনাত(প্রাইভেট কার),জহিরুল ইসলাম(টর্চ লাইট) নির্বাচিত হয়।
এসময় সভাপতি জিয়া উদ্দিন রতন বলেন’ আমরা ব্যাপক হারে ব্যবসায়ীদের সম্মান ও সহযোগিতা পেয়েছি।তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।এ মহিপাল প্লাজার ব্যবসায়ীক পরিবেশ ও যেকোন সম্প্রতির বন্ধন প্রকাশে আমরা সহযোগিতা করব।’
অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহিউদ্দিন টিটু বলেন’ দীর্ঘ ১৫ বছর আমরা ভোটের অধিকার বঞ্চিত ছিলাম।সিলেকশনের কমিটি এবার ভেঙ্গে আমরা ব্যবসায়ী বান্ধব কমিটি গঠন করেছি এবং ব্যবসায়ীদের সুখে দুঃখে তাদের পাশে থাকব।’