কামরুল হাসান নিরব, ফেনী:
“শীতে উষ্ণতা চাই সবার”এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বেলা ৩ ঘটিকায় আদর্শ উচ্চ বিদ্যালয়, কেএমহাট, ফেনী মাঠে সুবিধাবঞ্চিত পয়ষট্টি (৬৫) পরিবারকে শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন “উচ্ছ্বাস”। এই সময় পরিবার গুলোর মধ্যে আনন্দ বিরাজ করতে দেখা যায়।শীতের এক টুকরো বস্ত্র যেন সোনামুখের হাসির মুক্তো জরানোর ন্যায়।
স্বেচ্ছাসেবী সংগঠন’উচ্ছ্বাস’ চেয়েছে সবার শীতের উষ্ণতা। আর তাই সংগঠনটি আপাততঃ তার কেন্দ্রের পাশাপাশি তিনটি গ্রাম যথা- নৈরাজপুর, কেএমঘোনা এবং পূর্ব সুলতানপুর গরীব, অসহায় কিংবা সুবিধাবঞ্চিত পরিবারকে শীতবস্ত্র উপহারের আওতায় আনেন।
সংগঠনটির সদস্যরা জানান’উচ্ছ্বাস’,একটি অরাজনৈতিক, সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন।চলতি বছরের পহেলা সেপ্টেম্বর সংগঠনটির আত্মপ্রকাশ। অল্প সময়ের পথচলা স্বত্বেও সময়ের নিবেদনে সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চেয়েছে এই প্ল্যাটফর্ম। আগামী বছরগুলোতে এই তিন গ্রামের সীমানা পেরিয়ে আরো বেশি মানুষের দৌড়গোড়ায় পৌঁছাবার স্বপ্ন দেখে সংগঠনটি। আমরা চাই ‘উচ্ছ্বাস’ হোক গণমানুষের, আর তাতে হাসুক সবাই একসাথে..