ফেনী প্রতিনিধি,
শনিবার (২১ ডিসেম্বর) সকালে ফেনী জেলার ১৪ নং বিট মোটবী ইউনিয়নে ফেনী মডেল থানার আয়োজনে চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্য বিবাহ মুক্ত নিরাপদ সমাজ গড়তে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
এই সময় পুলিশ সুপার বলেন, পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে, পুলিশের সেবাকে অধিকতর গতিশীল ও পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় বাসিন্দাদের পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টির লক্ষ্যে, অপরাধের দমন করার জন্যই বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই স্লোগান মাথায় রেখে সামাজিক অপরাধ রোধকল্পে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ থানা বা বিট কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত জনগনকে আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসর এম,এ খালেক, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা, মোটবী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল আফসার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সেক্রেটারী মোকছুদুর রহমান মিয়াজী।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া। জনসচেতনতামূলক এ সভায় স্থানীয় ব্যবসায়ী, মান্যগণ্য ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏