ফেনী প্রতিনিধি
ফেনীতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ফেনী জেলা সংবাদদাতা : জীবনকে ভালো বাসুন মাদক থেকে দূরে থাকুন এ পতিপাদ্যাকে সামনে রেখে ফেনীতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে খেলায় ফুটবল একাডেমি ফেনী বনাম বাফুফে ফুটবল জোন ফেনী অংশ গ্রহন করেন।
বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইসমাইল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে উক্ত খেলায় পুরস্কার বিতরণ করেন ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি মো: সাইদুর রহমান,জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সোমেন মন্ডল, সহকারী পরিচালক বেলাল হোসেন,পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী,উপ পরিদর্শক আবু তাহের, আবুল বশর সহ অধিদপ্তরের কর্মকতা বৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় ফুটবল একাডেমি ফেনী বনাম বাফুফে ফুটবল জোন মধ্যকার খেলার ট্রাইবেকারে ফুটবল একাডেমি ফেনী ২/০ গোলে জয়লাভ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সোমেন মন্ডল জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই সারাদেশের ন্যায় ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যুবকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।