সদর প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরনে ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে লেমুয়ায় মৎসজীবি দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি ফেরদৌস কৌরাইশীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন,ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন,ফেনী জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী,
সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ,ফেনী জেলা তাঁতী দলের সভাপতি সরোয়ার জাহান শ্রাবন সহ প্রমুখ।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার পাটোয়ারী জানান’ ভারত আমাদের রাস্ট্রে অনেক ক্ষতি করেছে।এদেশের আপামর জনসাধারনকে জিম্মি করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাব।মানুষের ভোটের অধিকার আদায়ে বিএনপি কাজ করে যাবে সবসময়। এসময় লেমুয়া ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ,মৎসজীবি দল, তাতী দল ও যুবদলের কর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরবর্তী মৎসজীবি দলের কমিটি ঘোষনা করা হয়।