1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর বহুরূপী সমন্বয়ক ওমর ফারুকের যত কু-কীর্তি এজেন্ট ব্যাংকিং ফোরাম, বাংলাদেশ এর সাধারণ সভা অনুষ্ঠিত নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরি নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের হামলার প্রতিবাদে একই স্থানে ফেনী কলেজ ছাত্র আন্দোলনের গণ-ইফতার আয়োজন সমতট সাহিত্যাঙ্গন’র লেখক সংবর্ধনা পেলেন নজরুল বিন মাহমুদুল ফেনীতে মিজান রোড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে তৃণমূলে আলোচনায় জিকু ফেনীতে পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে ইউএনডিপির সহায়তা কার্যক্রম ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে নতুন কমিটি মনির সভাপতি ॥ সম্পাদক তাসমির করিম উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস ফেনী এর নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনীতে ফেসবুকে হা হা রিয়েক্ট কে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ৪

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :

ফেসবুক পোস্টে হা হা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ৪ কিশোর আহতের হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭) সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), মো. শাহীনের ছেলে রিজন (১৬)। আহতরা সবাই মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানান যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে অমিত হাসানের ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয় নিলয় নামে একই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬/৭ জন কিশোর নিলয়কে হা হা রিয়েক্ট দেওয়ার কারণ জিজ্ঞেস করলে বাকবিতন্ডায় জড়িয়ে যায় নিলয় ও অমিত। ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে পকেট থেকে টিপ ছুরি বের করে অমতিসহ বাকীদের ওপর হামলা করে নিলয়। এতে অমিতসহ ৪ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ রেফার্ড করা হয়েছে। বাকী দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিতদের একজন আবদুল্লাহ আল মামুন শাহী বলেন, বিগত সরকার আমলে নিলয়ের সাথে অমিতের ঝামেলা হয়েছিল। সেটার রেশ ধরে নিলয় কিছুদিন আগে অমিতের ফেসবুক ওয়ালে দেওয়া একটা পোস্টে হা হা রিয়েক্ট দেয়। শুক্রবার রাত ৯টার দিকে পশ্চিম সোনাপুর ইসলামি সেন্টারের সামনে তার সাথে দেখা হলে হা হা রিয়েক্টের কারণ জিজ্ঞেস করলে নিলয় ক্ষিপ্ত হয়ে উঠে। বাকবিতন্ডার এক পর্যায়ে প্রথমে অমিতকে এবং পরে আমাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে ৪ জনকে আহত করে। শোরগোল শুনে স্থানীয়রা এগিয়ে এলে নিলয় পালিয়ে যায়।

আহত রিজন বলেন, আমরা কেউ তাকে (নিলয়কে) কিছু বলিনি। অমিত ভাই শুধু জিজ্ঞেস করেছে কেন হা হা রিয়েক্ট দিয়েছো। এতেই সে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর আক্রমণ করে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান বলেন, আহত ৪ জনের মধ্যে ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্ত নিলয়কে আটকে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট