কামরুল হাসান নিরব, ফেনী:
ফেনী সদরের দক্ষিণ পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কে এম হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে রেনেসাঁ পরিষদের উদ্যোগে আজ ২২ নভেম্বর অনুষ্ঠিত হল 'রেনেসাঁ মেধাবৃত্তি ২০২৪'। ফেনী সদরের ফরহাদনগর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণীর চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয় উক্ত প্রতিযোগিতায়। আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী ও রেনেসাঁ পরিষদের একঝাঁক সদস্যের তত্বাবধায়নে থাকে পরীক্ষাকেন্দ্র। উল্লেখ্য উক্ত পরীক্ষায় হল পরিদর্শন ও ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করতে উপস্থিত হন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা মাহবুবুল হক পেয়ারা সাহেবের সুযোগ সন্তান ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইমন উল হক, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জনাব আলাউদ্দিন মিয়াজী, ওসমান গণি, জামাল উদ্দিন, মো: হাসেম, মো:ফারুক, আরিফুল ইসলাম, সুমন ইসলাম, মোহাম্মদ শরীফ, নাসির রাজু, মোঃ ইবরাহিম, জায়েদ রিটু, ইমাম উদ্দিন ইমন, মোনিনুল হক, শাহাদাত রুকন,আলাউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে শৃঙ্খলা বিভাগে নিয়োজিত ছিল আদর্শ উচ্চ বিদ্যালয় স্কাউটস ও একদল স্বেচ্ছাসেবক। খুব শীগ্রই ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন রেনেসাঁ পরিষদের প্রধান সমন্বয়ক আলাউদ্দিন মিয়াজী। পুরষ্কার প্রদান করা হবে ৫ম শ্রেণীর প্রথম ৩ জন সহ ১০ জনকে এবং ৮ম শ্রেণীর প্রথম ৩ জন সহ ১০ জনকে। সর্বমোট ২০ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হবে। রেনেসাঁ পরিষদের এই সৃজনশীল উদ্যোগে অনুপ্রানিত হয়ে আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে স্বপ্রনোদিত হয়ে ব্যক্তিগতভাবে পুরষ্কার প্রদানের আশ্বাস দিয়েছেন।
এসময় আলাউদ্দিন মিয়াজী জানান" আমরা প্রথমবারের ন্যায় মেধাবীদের বৃত্তি কার্যক্রম শুরু করেছি।এখানে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছে।প্রতিবছর ধারাবাহিক এ বৃত্তি পরীক্ষা গ্রহনের কার্যক্রম চলমান থাকবে।"
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏