ফেনী প্রতিনিধি,
ফেনীতে জাতীয় রক্তদান দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচীসহ নানা আয়োজন দিনটি উদযাপিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে জাতীয় রক্তদান দিবসে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
দৈনিক মানবজমিন'র ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, আসাদুজ্জামান দারা, আরটিভি'র ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক নয়াপয়গাম'র সম্পাদক এনামুল হক, ব্যবসায়ী ও সংগঠক ইমন-উল হক, ইয়ুথ জানালিষ্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী'র সভাপতি শাহাজালাল ভূইয়া, বাংলানিউজ২৪ডটকম'র প্রতিবেদক সোলায়মান হাজারি ডালিম, স্বদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ফেনী মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন পরবর্তী এক বর্ণাঢ্য র্যালি শহরের ট্রাংক রোড, প্রেসক্লাব, মডেল থানা রোড ঘুরে শহীদ মিনারে সমবেত হয়। এসময় অতিথিবৃন্দ "বিনামুল্যে রক্তদান কর্মসূচি', 'ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন' ও সচেতন মূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, রক্তদান একটি মানবিক কাজ। বিপদে মানুষের পাশে সকলকেই দাঁড়ানো উচিৎ। ফেনীর স্বেচ্ছাসেবকরা এক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছেন। তারা গেল আগস্ট মাসের ভয়াবহ বন্যায় অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়িয়ে সুনাম কুঁড়িয়েছে। জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য'রা জানায়, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সম্মিলিত প্ল্যাটফর্মের ৬১টি সংগঠনের চারশতাধিক স্বেচ্ছাসেবী দিনব্যাপি এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏