বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ অক্টেবর) সকালে ফেনী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শফিউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হান মেহবুব জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো সাইফুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এমরাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন আহমেদ, ইউনিসেফ বাংলাদেশ এর ওয়াস অফিসার সাফায়াতুল হক নিলয়।
বিভিন্ন এনজিও ফেডারেশনের প্রতিনিধি
বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মহি উদ্দিন মহন,সাধারণ সম্পাদক হাফেজ জাহিদুল ইসলাম, দৃস্টি প্রতিবন্ধী ক্ষুদা নিবারন কমিটির সভাপতি নাছির উদ্দীন সবুজ, উপেক নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সুইট ফেনীর সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর, মিতালী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সহ বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন সম্প্রতি বন্যায় আমাদের সকলের অভাবনীয় ক্ষতি হয়েছে এ মহুর্তে ফেনী বাসীর পাশে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা বিদেশি দাতা সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এজন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। এ মহুর্তটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ পানি, সেনেটিশান ব্যবস্থা,পানি বিশুদ্ধ করন টেবলেট, পানি সংরক্ষণ করার ড্রাম, খাওয়ার সেলাইন, ঔষধ, সহ বন্যা পরবর্তী সময়ে প্রয়োজনীয় পন্য সামগ্রিই বিতরণ করা হয়েছে। গভীর নলকূপ পানি পরিস্কার, সল্প গভীর নলকূপ স্থাপন, করা হয়েছে। ৫ টি সময়ে হাত দোয়ার প্রতি গুরুত্বোয়ারোও করা হয়েছে। তার মধ্যে হাঁসি কাশি দেয়ার পর, মল ত্যাগের পরে, খাওয়ার আগে ও পরে শিশুদের খাওয়ানোর পূর্বে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। তিনি আরো বলেন, সামাজিক ভাবে আমাদের সকলকে পরিবর্তন নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ৩০ জন প্রতিবন্ধী কে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে ইউনিসেফের সহযোগীতায় হাইজিন সেনেটিশন কিট বক্স বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏