1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরসরাই বালু উত্তোলনে বাধা দেওয়ায় নাজিম নামের এক ব্যক্তির বাইক পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা ফেনীর বহুরূপী সমন্বয়ক ওমর ফারুকের যত কু-কীর্তি এজেন্ট ব্যাংকিং ফোরাম, বাংলাদেশ এর সাধারণ সভা অনুষ্ঠিত নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরি নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের হামলার প্রতিবাদে একই স্থানে ফেনী কলেজ ছাত্র আন্দোলনের গণ-ইফতার আয়োজন সমতট সাহিত্যাঙ্গন’র লেখক সংবর্ধনা পেলেন নজরুল বিন মাহমুদুল ফেনীতে মিজান রোড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে তৃণমূলে আলোচনায় জিকু ফেনীতে পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে ইউএনডিপির সহায়তা কার্যক্রম ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে নতুন কমিটি মনির সভাপতি ॥ সম্পাদক তাসমির

ভাংচুর, লুটপাট,অগ্নিসংযোগ করে এলাকার ত্রাসে পরিনত জিয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে

(ছাত্র জনতা ও বিএনপি জামায়াতের অর্জিত বিজয় কে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত জিয়া।যে মূহুর্তে ভোটের রাজনীতি করে ধানের শীষের ভোট দাবি করা দরকার, সে মূহুর্তে জিয়া অস্থিতিশীলতায় দলকে বিতর্কিত করছে এই জিয়া)

ফেনী প্রতিনিধি:

 

ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মঠবাড়ীয়া অংশ পুরোপুরি ভাবে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে জিয়ার বিরুদ্ধে ।রেহাই পাচ্ছে না এলাকার কোনো ব্যবসায়ী ও সাধারন মানুষ ।অভিযুক্ত জিয়া ধর্মপুর ইউনিয়নের উত্তর মঠবাড়ীয়া  সওদাগর বাড়ীর মৃত মকবুল আহম্মেদ এর ছেলে ।সে একজন দাগি চোর হওয়ায় এলাকায় সবাই তাকে চোরা জিয়া বলে চিনে ।সে চুরির দায়ে গনপিটুনি খেয়ে জেলহাজতে বাস করেছে একাধিকবার । যুবদলের কর্মী পরিচয়ে ভাড়া করা সন্ত্রাসী ও চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে নাম করা ছাত্রলীগ নেতা শাহীন ওরফে মারুফ ও উত্তর মঠবাড়ীয়া ব্যাপারী বাড়ীর নবীকে নিয়ে এলাকায় চাঁদাবাজী ,মানুষের বাড়ী ঘরে হামলা, মাদক ব্যবসা ও দেওয়ান গন্জ থেকে মোহাম্মদ আলী বাজার পর্যন্ত এলাকায় ছিনতাইয়ের  সাথে লিপ্ত ।

(সরকার পতনের পর এলাকায় মহড়া দিয়ে নিজের প্রতিপত্তি বিস্তার করে জিয়া)

এলাকাবাসী জানায় গত ১৮ ই সেপ্টেম্বর রাতে স্থানীয় আওয়ামীলিগ নেতাকর্মীদের বাড়ীঘরে চাঁদার দাবীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে জিয়া বাহিনী।পর দিন থেকে সে অস্ত্রশস্ত্র ও ভাড়া করা লোক নিয়ে মহডা দেওয়া শুরু করে ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু লোক জানায় স্থানীয় সমাজ সেবা মূলক সংগঠন ‘স্বাধীনতা সড়ক ইয়াং সোসাইটির’ সদস্য ও মুরিব্বিরা তার বিরুদ্ধে আওয়াজ তুল্লে সে সবার বাড়ী ঘরে আগুন দিবে বলে হুমকি দিয়ে জিম্মি করে রাখে এবং উক্ত সংগঠনের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় ।ফলে এলাকাবাসী তার বিরুদ্ধে ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছে না ।

তার অত্যচারে অত্যচারীত কেউ যদি প্রশাসনের নিকট কোনো অভিযোগ করে তবে সে  তার বাহিনীকে নিয়ে সবার বাড়ীতে আগুন দিবে বলে হুমকি দিচ্ছে ফলে কেহ ভয়ে প্রশাসন এর দারস্ত হতে পাচ্ছে না।

এ বিষয়ে স্বাধীনতা ইয়াং সোসাইটির সদস্য  ভুক্তভোগী পরিবার জানান” জিয়ার বোনের বিয়াতে এলাকা হতে সহযোগীতা করা হয়েছে।তাকে বিভিন্ন সময় আমরা চাল,ডাল দিয়ে সহযোগীতা করেছি।এখন সে ত্যাগী যুবদলের কর্মী পরিচয় দিয়ে যাচ্ছে তাই করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নিষেধ, জেলা বিএনপির নিষেধ। তাহলে জিয়া কে? আমরা বিএনপি ও যুবদলের নেতাদের সাথে কথা বলেছি।তারা ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছে।

 

এ বিষয়ে যুবদলের সাধারণ সম্পাদক নাসির খন্দকার জানান’ জিয়া যুবদলের কোন নেতা নয়।এ বিষয়ে ভুক্তভোগীরা অবশ্যই আইনের আশ্রয় নিতে পারে। আমরা সাংগঠনিক ব্যবস্থাও গ্রহন করব।কোন উৎশৃঙ্খলতার সুযোগ নেই যুবদলে।কেউ এ পরিচয় দিয়ে কোন কার্যক্রম করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে”

 

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি বলেন “কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট