ফেনী প্রতিনিধি,
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলার প্রত্যেক পূজা মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্যরা ও বিএনপি এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ফেনী জেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির (চট্টগ্রাম বিভাগ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সভায় বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক রশীদ হারুন (ভিপি হারুন)।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জালাল উদ্দিন মজুমদার, জিয়া উদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লবসহ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়করা, সদর উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏