মঙ্গলবার (১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ লাইন্সের মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এসময় পুলিশ সুপার বলেন, ফেনীর প্রত্যেকটি পূজা মন্ডপে পুলিশের মোবাইল টিম থাকবে যাতে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা অথবা ভাঙচুর না করতে পারে৷ তিনি আরো বলেন, আমরা পুলিশের সাথে জনগণের সম্পর্ক আরো সমৃদ্ধি করতে চাই এবং পুলিশ জনগণের বন্ধু এই কথাটি বাস্তবায়নে আমরা সবসময় জনগণের সাথে আছি৷
পূজা নির্বিঘ্ন করতে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন নির্দেশনা উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাদাত হোসেন। বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিরা লাল চক্রবর্তী, জেলা ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ প্রমুখ।
সভায় জেলার ১৪৬ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।