ফেনী সদর হাসাপাতাল মোড়স্থ গুণগত মানসম্মত শিক্ষার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসার একাডেমিক কাউন্সিল সদস্য মাওলানা মোঃ ইব্রাহিম খলিল মাদ্রাসা শিক্ষার গুরুত্ব উপস্থাপন করে তাযকিয়াতুল উম্মাহ’র কারিকুলামে সন্তোষ প্রকাশ করেন। প্রধান আলোচক মাদ্রাসার উপদেষ্টা মাওলানা খুরশিদ আহমদ বলেন ইহকালীন কল্যান ও পরকালীন মুক্তিতে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম।
এ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমানের উপস্থাপনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন আই সি এস টির সম্মানিত প্রভাষক ইঞ্জিনিয়ার মোঃ এনায়েত উল্লাহ তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার আমিনুল হিফয হাফেজ মাওলানা মুস্তাকিম বিল্লাহ ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।