1. bdcnews21@gmail.com : বি ডি সি নিউজ ২১ : বি ডি সি নিউজ ২১
  2. live@www.bdcnews21.com : news online : news online
  3. info@www.bdcnews21.com : বি ডি সি নিউজ ২১ :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের স্যালাইন ও পানি বিতরণ মিরসরাই বালু উত্তোলনে বাধা দেওয়ায় নাজিম নামের এক ব্যক্তির বাইক পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা ফেনীর বহুরূপী সমন্বয়ক ওমর ফারুকের যত কু-কীর্তি এজেন্ট ব্যাংকিং ফোরাম, বাংলাদেশ এর সাধারণ সভা অনুষ্ঠিত নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরি নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের হামলার প্রতিবাদে একই স্থানে ফেনী কলেজ ছাত্র আন্দোলনের গণ-ইফতার আয়োজন সমতট সাহিত্যাঙ্গন’র লেখক সংবর্ধনা পেলেন নজরুল বিন মাহমুদুল ফেনীতে মিজান রোড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে তৃণমূলে আলোচনায় জিকু ফেনীতে পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে ইউএনডিপির সহায়তা কার্যক্রম

দৈনিক আমার সংবাদ এর এক যুগে পদার্পণ অনুষ্ঠান ফেনীতে  জমকালো ভাবে উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

 

দৈনিক আমার সংবাদ এর এক যুগে পদার্পণ অনুষ্ঠান ফেনীতে কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে জমকালো ভাবে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে ফেনী প্রেসক্লাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো.জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

দৈনিক আমার সংবাদ পাঠক ফোরাম ফেনীর জেলা আহবায়ক ও জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এম. শাহজাহান সাজুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র সাবেক সভাপতি তানভীর আলাদীন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন।

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.পার্থপাল চৌধুরী , ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ সাধারণ সম্পাদক এড.এমদাদুল হক।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমার সংবাদ এর ফেনী প্রতিনিধি এসএম ইউসুফ আলী।এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক আমার ফেনী’র সম্পাদক জমির উদ্দিন বেগ, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান, এনএন জীবন, রাজন দেবনাথ, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ প্রতিনিধি নজির আহম্মদ রতন,ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়া,দীপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, একাত্তর টিভি প্রতিনিধি নুরুজ্জামান সুমন, বণিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার,দেশ রুপান্তর প্রতিনিধি সফি উল্লাহ রিপন, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, এখন টিভির প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, ফেনী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহাম্মদ, এশিয়ান এইজ প্রতিনিধি শাহাদাত হোসেন, আনন্দ বাজারের কামরুল হাসান নিরব,
দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম সহ বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম দৈনিক আমার সংবাদ এর উত্তরোত্তর সাফল্য কামনা করে সম্পাদক হাসেম রেজা ও জেলা প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফেনী সাংবাদিকতার মহিরুহ। এই জেলায় অনেক সাংবাদিক জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। এদের মধ্যে হাবিবুল্লাহ বাহার চৌধুরী, জহুর হোসেন চৌধুরী, এবিএম মুসা, গিয়াসকামাল চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী অন্যতম। এখনও ফেনীর অনেকে জাতীয়পর্যায়ে নেতৃত্বে রয়েছেন। ফেনীর উন্নয়নে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। সমাজের সবসমস্যা একদিনে সমাধান হবেনা। গণমাধ্যমে সমস্যা তুলে ধরার মাধ্যমে জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচর করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী পত্রিকাটি সাফল্য কামনা করে বলেন, ফেনী জেলার উন্নয়নে আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম অনেক অবদান রেখেছেন। আগামীতেও তার নেতৃত্বে এই ধারাবাহিকতা পুরো জেলায় অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট