মুজাহিদুল ইসলাম জাবের
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে মহিপাল হাইওয়ে থানার তৎপরতা বেড়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল অংশে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা যানবাহন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ
কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার,মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল, ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ রাশেদ খাঁন চৌধুরী, ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহিপাল হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আমির হোসনে চৌধুরী মোজাম্মেল, কুমিল্লা হাইওয়ে রিজিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সহ সাধারণ সম্পাদক আবু মুসা ও সদস্য মো. ইয়াসির আরাফাত দিলু। এসময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেন, ঈদকে ঘিরে বিপুল সংখ্যক মানুষ ঘরে ফিরছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। থ্রি-হুইলারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণে রয়েছে বিশেষ নজরদারি। ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নজরদারি করা হয়েছে। মহাসড়কের নিরাপত্তা রক্ষা ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দিনরাত কাজ করছে হাইওয়ে পুলিশ।