মুজাহিদুল ইসলাম জাবের,
মহিপালে অবৈধ অটোরিক্সার বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে শহরকে যানজটমুক্ত রাখতে গতকাল শনিবার
সকালে শহরের মহিপালে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয় বেশকিছু অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জাকির হাসানের বিশেষ নির্দেশনায়, যে সমস্ত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ট্রাফিক আইন অমান্য করে শহরে চলাচল করছে ট্রাফিক পুলিশ সে সমস্ত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে চালক এবং গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাঠে কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম ও এ.টি.এস.আই নজরুল ইসলাম বলেন, আমরা জেলা ট্রাফিক পুলিশ শহরকে যানজটমুক্ত রাখতে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মহিপালে অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছি। শহরকে যানজটমুক্ত রাখতে জেলা পুলিশ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তার প্রেক্ষিতে আমরা শনিবার অভিযান পরিচালনা করে দুপুর ১টা পর্যন্ত ১২ টি ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা জব্দ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏