মোঃমাহফুজুর রহমান বিপ্লবঃফরিদপুর।
ফরিদপুরে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত (১০ফেব্রুয়ারি) শনিবার বিকাল ৫টায় ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, (ভাংগা জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে শহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।
তারি ধারাবাহিকতা ধরে কোতয়ালী থানা গোয়ালকান্দী এলাকার মেসার্স রাফিন স-মিলের সামনে থেকে মোঃ নিরু খান,ওরফে শাহীন খান (৩৬) পিতা- মৃত শাহাদত খান,গ্রাম কাফুরা,এবং মোঃ রাজিব শেখ (৩০) পিতা মোঃ ইদ্রিস শেখ,গ্রাম গোয়ালকান্দী কে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
আটককৃত আসামী আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানাযায়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏