ফেনী প্রতিনিধি
ফেনী মহিপাল হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ও ফেনী জেলা মালিক,শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মহিপাল হাইওয়ে থানা কর্যলয় প্রাঙ্গনে ফেনী মহিপাল হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ও ফেনী জেলা মালিক,শ্রমিক সংগঠনের সাথে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ অ্যাডিশনাল আইজিপি হাইওয়ে পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।
তিনি বলেন, প্রথমবারের মতো ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন’ সিসি ক্যামেরা বসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। আড়াইশো কিলোমিটার জুড়ে স্থাপন করা হবে অত্যাধুনিক এই ক্যামেরা। কাজটি দ্রুত গতিতে চলবে। এটি চালু হলে সুফল মিলবে বলে আশা যাত্রী ও চালকদের।
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান। ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ,ফেনী জেলা হাইওয়ে পুলিশ কমিউনিটি কুমিল্লা রিজিয়ন এর সভাপতি জাফর উদ্দিন,ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী।
অনুষ্ঠানে মহিপাল হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যসহ জেলার বিভিন্ন মালিক গ্রুপ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সময় ফেনী জেলার পুলিশ সুপার প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান পরে জেলা পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অর্নার প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏