গত ৩ দিনে সরকার ১ লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি প্রদান করেছে। এর বিপরীতে আজ ৭৭ টন আলু দেশে এসে পৌঁছেছে।
কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া বাসসকে জানান, গত ৩ দিনে যেসব আমদানিকারকদের আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে,তারা ইতোমধ্যে ৭৭ টান আলু দেশে নিয়ে এনেছেন।
উল্লেখ্য, দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ৩০ অক্টোবর সরকার আলু আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে। এর প্রেক্ষিতে গত ৩ দিনে কৃষি মন্ত্রণালয় ১ লাখ ৭ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏