মানুষের জীবনে চলার পথে দৈনিক
বেশি ভুল নাকি নির্ভুল কোনটা সঠিক?
সঠিকের পরিচ্ছন্ন পথের এত আলো
ইহকাল ও পরকালের সবটাই ভালো।
বিপথের আঁধারে চলার প্রতি পদে পদে
কেবলই বাঁধা বিপত্তি ক্ষতিগ্রস্ত বিপদে;
জানার পরও মানুষ কেন করে এত ভুল?
নিজ দোষে জাপটে ধরে অশান্তির কূল।
পৃথিবীতে এত বই পুস্তক আর প্রশিক্ষণ,
গুরুজনের আদেশ উপদেশ সারাক্ষণ,
সর্বদাই তারা করতে আছে সাবধান
মাথার উপরে যেনা নির্ভুলের নিশান।
ভুল করি তারপরে খুঁজি তার কারণ
তার আগে মানি কি গুরুজনের বারণ?
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏