শপথ নিয়েছেন উপনির্বাচনে জয়ী ঢাকা-৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ সংসদ সদস্য (এমপি) মো. আনোয়ার হোসেন হেলাল।
বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহাবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে দুই সাংসদ শপথ বইয়ে স্বাক্ষর করেন।
গেল ৬ মে ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ১৭ অক্টোবর এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏