ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামবিদ্বেষ সম্পর্কিত কনটেন্ট নিষিদ্ধ করে দিতে এ চিঠি লিখেছেন ইমরান খান।
গতকাল রোববার পাকিস্তান সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এরপর সে চিঠি টুইটারেও পোস্ট করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
চিঠিতে ইমরান খান বলেছেন, ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ ‘বিশ্বজুড়ে চরমপন্থা ও সহিংসতাকে উৎসাহিত’ করছে। বিশেষত ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ছড়াচ্ছে।
ইমরান খান বলেন, ‘আমি আপনাকে আহ্বান জানাব, ইসলামবিদ্বেষের ওপর অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করতে। ইসলামের বিরুদ্ধে ঘৃণা ফেসবুকের মাধ্যমে যেন না ছড়ায়।’
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏