প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২০, ৬:০১ পি.এম
পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ’র কমিটি গঠণ: সভাপতি সাকিব, সেক্রেটারি আসাদ
![]()
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনোনিত হয়েছেন ইন্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব। সেই সাথে সংগঠণটির সেক্রেটারি মনোনিত হয়েছেন আসাদ উল্লাহ আসাদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সোয়া ১১টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া ও মহা সচিব আলমগীর কবির সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

১১সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ১সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণ করার দায়িত্ব দেওয়া হয়।
কেন্দ্রীয় সভাপতি মনোনিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইন্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব বলেন, পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যাতে জাতির কল্যাণে যথাযথভাবে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত