ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। তার বিরুদ্ধে গঠনের শুনানি আগামী ৩০ নভেম্বর। আজ মঙ্গলবার সম্রাটকে মহানগর দায়রা জজ কোর্টে আনা হয়।
সম্রাটকে আনার খবরে আদালতের বাইরের সড়কে জড়ো হন দলের হাজার হাজার নেতা-কর্মী। তারা সম্রাটের মুক্তি চেয়ে স্লোগান দেন। জড়ো হওয়া বহু নেতা-কর্মীর হাতে ছিল সম্রাটের ছবি সংবলিত প্ল্যাকার্ড। তাতে সম্রাটের মুক্তি চেয়ে স্লোগান লেখা ছিল।
[caption id="attachment_560" align="aligncenter" width="473"] আদালতে সম্রাট, বাইরে মুক্তির দাবিতে স্লোগানসম্রাটের মুক্তি চেয়ে আদালতের বাইরে হাজার হাজার নেতাকর্মীদের ভিড়।[/caption]
ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গত বছরের অক্টোবর মাসে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র্যাব। এরপর অসুস্থতাজনিত কারণে বহু দিন হাসপাতালে ছিলেন তিনি। সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম জাবের
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟔𝟒𝟕𝟐𝟓𝟕𝟎𝟔𝟏